শ্রেণীঃ পঞ্চম
বিষয়ঃ বাংলা
নিচের অনুচ্ছেদটি পড়ে ১নং ও ২নং ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখোঃ
বাংলার কৃষক মজুর শ্রমিকের অতি আপনজন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। চিরকাল নির্যাতিত, নিপীড়িত মানুষের কাছাকাছি এসে দাড়িয়েছেন তিনি। মজলুম মানুষের সুখে দুঃখে কাঁধে কাধ মিলিয়ে তাদের কথা বলেছেন, সংগ্রাম করেছেন। এজন্য তিনি মজলুম জননেতা। সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে এক দরিদ্র কৃষক পরিবার। এপরিবারে আব্দুল হামিদ খানের জন্ম হয় ১৮৮০ সালে। তাঁর বাবার নাম হাজী শরাফত আলী খান। মায়ের নাম মোছাম্মৎ মজিরন বিবি। অল্প বয়সেই তিনি পিতৃমাতৃহীন হন। তার এক চাচা ইব্রাহীম খান তাঁকে শৈশবে আশ্রয় দেন। এই চাচার কাছে থেকেই তিনি মাদরাসায় পড়াশুনা করেন। এ সময় তিনি ইরাক থেকে আগত এক পীর সাহেবের ¯েœহদৃষ্টি লাভ করেন। তিনি তাঁকে ভারতের দেওবন্দ মাদরাসায় পাঠিয়ে দেন। এ সময় তিনি দেশাত্মবোধে উদ্বুদ্ধ হন। মাদরাসার পড়া শেষ করে তিনি টাঙ্গাইলের কাগমারির এক প্রাইমারী স্কুলে শিক্ষকতা শুরু করেন। এখানে শিক্ষকতার সময় তিনি জমিদারের অত্যাচার, নির্যাতন দেখতে পান। এর বিরুদ্ধে প্রতিবাদ ও সংগ্রাম শুরু করেন। ফলে জমিদারের বিষ নজড়ে পড়ে তাকে কাগমারি ছাড়তে হয়।
১। নিচের যে কোন পাঁচটি শব্দের অর্থ লেখোঃ
বিষনজর, জমিদার, নির্যাতন, কাগমারি, মজলুম, শৈশব, প্রতিবাদ।
২। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখোঃ
(ক) মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দুটি গুণ লেখো।
(খ) মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে কেন কাগমারি ছাড়তে হয়, তা চারটি বাক্যে লেখো।
(গ) সহপাঠীদের সাথে মিলে মিশে থাকতে তোমার করণীয় চারটি বাক্যে লেখো।
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩নং ও ৪নং ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখোঃ
একদা এক বনে এক গাধা আর এক শেয়াল বাস করত। ওদের মধ্যে খুবই বন্ধুত্ব হয়েছিল। দুই বন্ধু একদিন বেরোলো। কিছুদুর যাওয়ার পর সামনে এক সিংহ দেখতে পেয়ে বিপদ বুঝে শেয়ালটা নিজেকে বাঁচাবার জন্য সিংহের একেবারে কাছে গিয়ে বলল, মহারাজ যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। তবে তার আগে কথা দিতে হবে, আমাকে আপনি ছেড়ে দেবেন। তারপর ফিসফিস করে বলল, ঐগাধাটাকে আপনার হাতের মুঠোয় এনে দিতে পারি। সিংহ বলল, বেশ তো তাই হবে। সিংহের একথা শুনে শেয়াল গাধাটাকে ভ‚লিয়ে সিংহের কাছাকাছি একটা ফাঁদের মধ্যে ফেলল। আর এদিকে সিংহ যখন দেখল গাঁধাটার আর পালাবার উপায় নেই তখন প্রথমে শেয়ালটা কে শেষ করল, তারপর ধীরে সুস্থে গেল গাধাটার কাছে। শেয়াল অন্যকে বিপদে ফেলতে গিয়ে নিজেই আগে বিপদে পড়ল।
৩। নিচের কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্র লেখোঃ
শব্দ অর্থ
বন্ধুত্ব সখ্য / মিত্রতা
বিপদ সংকট / আপদ
মহারাজ জাতি বা শ্রেণীর মধ্যে শ্রেষ্ঠ মহানমে রাজা
ভ‚লিয়ে বশীভ‚ত করে / প্রভাবিত করে
ফাঁদ কৌশল / পশু পাখি ধরার যন্ত্র
ধীর মন্থর / মৃদু / ধীরগতি
পালাবার অলক্ষ্যে চলে যাওয়ার
(ক) শিকারী পশু ধরার জন্য বনে —- পেতেছে।
(খ) সিংহ পশুদের —–।
(গ) ভারসাম্য দৌড়ে —– পদক্ষেপ যেতে হয়।
(ঘ) বনজঙ্গলে —- হতে পারে।
(ঙ) সহপাঠীদের মধ্যে খব —–।
৪। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখোঃ
(ক) শেয়াল এবং গাধা কোথায় বাস করত? শেয়াল কী করল দুইটি বাক্যে লেখো।
(খ) গল্পে কে চালাকি করল? চালাকির পরিণতি সম্পর্কে দুইটি বাক্যে লেখো।
(গ) রাস্তায় একটি কুকুর তোমার বন্ধুকে আক্রমণ করল। এক্ষেত্রে তোমার চারটি করণীয় লেখো।
৫। নিচের বর্তমান কালবাচক ক্রিয়াপদগুলোর যে কোনো পাঁচটি ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদে রূপান্তর করে লেখোঃ
খাচ্ছি, বলছি, দিচ্ছি, উঠছেন, যাচ্ছি, দৌড়াচ্ছে, পড়ছি।
৬। নিচের যে কোনো পাঁচটি যুক্তবর্ণ ভেঙ্গে লেখো ও প্রতিটি যুক্তবর্ণ দিয়ে তৈরী শব্দ দ্বারা একটি করে বাক্য রচনা করঃ
জ্ঞ, ল্প, ন্ট, ব্র, ঙ্গ, স্ত, ষ্ট।
৭। নিচের অনুচ্ছেদটিতে যথাস্থানে উপযুক্ত বিরামচিহ্ন বসিয়ে উত্তরপত্রে লেখোঃ
কাঞ্চনমালা একদিন নদীর ঘাটে স্নান করতে যান কোথা থেকে জানি একটা মেয়ে এলো এসে তাকে বলে রানির যদি দাসীর দরকার হয় তা সে দাসী হবে
৮। নিচের যে কোন পাঁচটি বাক্য এক কথায় প্রকাশ করে উত্তরপত্রে লেখোঃ
(ক) যে কাহিনী কল্পনা করে লেখা হয়
(খ) অহংকার নেই যার
(গ) জলে চরে যা
(ঘ) রেখা দিয়ে আঁকা ছবি
(ঙ) রক্ত দিয়ে লাল করা হয়েছে যা
(চ) খেতে ভালো লাগে এমন
৯। যে কোন একটি বিষয়ে রচনা লেখোঃ (২০০ শব্দের মধ্যে)
(ক) বর্ষাকাল, (খ) জাতীয় পাখি দোয়েল
(গ) বিজয় দিবস (ঘ) বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখ।