Notice :
Welcome To Our Website...
বার্ষিক পরীক্ষা চতুর্থ শ্রেণির বাংলা প্রস্তুতি-২০২৩ইং

বার্ষিক পরীক্ষা চতুর্থ শ্রেণির বাংলা প্রস্তুতি-২০২৩ইং

শ্রেণীঃ চতুর্থ
বিষয়ঃ বাংলা
সময়ঃ ২ ঘণ্টা পূর্ণমানঃ ৬০

নিচের অনুচ্ছেদটি পড়ে ১নং ও ২নং ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখোঃ
হযরত উমর (রা:) একদিকে ছিলেন কোমল, অন্যদিকে ছিলেন কঠোর। তিনি মানুষের দুঃখে কষ্টে ছিলেন সমব্যথী। দেশের মানুষের দুঃখ কষ্টের কথা অবহিত হওয়র জন্য তিনি গভীর রাতে মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন। ক্ষুধার্ত শিশুদের কান্নার আওয়াজ শুনে তিনি নিজের কাঁধে আটার বস্তা বহন করে নিয়ে তাদের তাবুতে যেতেন। তিনি সহধর্মীনী উম্মে কুলসুমকে নিয়ে এক বেদুইনের ঘরে যান, তার অসুস্থ স্ত্রীকে সাহায্য করার জন্য।
১। নিচের যে কোন পাঁচটি শব্দের অর্থ লেখোঃ
কোমল, কঠোর, সমব্যথী, মহল্লা, ক্ষুধার্ত, আওয়াজ, সহধর্মিনী।
২। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখোঃ
(ক) হযরত উমর (রা:) মহানুভবতার দুটি দৃষ্টান্ত লেখো।
(খ) হযরত উমর (রা:) এর কোন গুণটি তোমার কাছে অনুকরণীয়? কেন অনুকরণীয় তিনটি বাক্যে লেখো।
(গ) তুমি সাধারণ মানুষের সাথে কেমন আচরণ করবে? চারটি বাক্যে লেখো।

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩নং ও ৪নং ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখোঃ
আবু বকর (রা:) ছিলেন ইসলামের প্রথম খলিফা এবং প্রথম মুসলিমদের মধ্যে অন্যতম। তিনি ছিলেন মুহাম্মদ (স:) এর একজন প্রধান সাহাবী। প্রাপ্ত বয়স্কদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণের সম্মান তাকে দেওয়া হয়। এ ছাড়া তিনি রাসুল মুহম্মদ (স:) এর শ্বশুর ছিলেন। রাসুলের মৃত্যুর পর তিনি খলিফা হন এবং মুসলিমের নেতৃত্ব দেন। তরুন বয়সে আবু বকর (রা:) একজন বণিক হিসেবে জীবিকা নির্বাহ শুরু করেন। তিনি প্রতিবেশি দেশ সিরিয়া, ইয়েমেন ও অন্যান্য অঞ্চলে ব্যবসার কারণে ভ্রমণ করেছেন। এর মাধ্যমে তিনি সম্পদশালী হয়ে ওঠেন এবং অনেক অভিজ্ঞতা অর্জন করেন। তিনি তার গোত্রের একজন নেতা হয়ে উঠেছিলেন। ইয়েমেন থেকে বাণিজ্য শেষে ফেরার পর তিনি মুহম্মদ (স:) এর ইসলাম প্রচারের সংবাদ পান। এরপর তিনি ইসলাম গ্রহণ করেন।
৩। নিচের কয়েকটি শব্দের অর্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখোঃ
শব্দ শব্দার্থ
অন্যতম – অনেকের মধ্যে এক
সাহাবী – সাথি
নেতৃত্ব নেতার কাজ বা গুন
বণিক – ব্যবসা করেন যিনি
সম্পদশালী – অনেক সম্পত্তির মালিক
গোত্রের – বংশের
প্রচার – রটনা
(ক) বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধে —- দিয়েছিলেন।
(খ) বাবুলের বাবা একজন —–।
(গ) চেয়ারম্যান নির্বাচনের —- শুরু করেন।
(ঘ) অসৎ পথে তিনি —– হয়েছেন।
(ঙ) তারা সবাই একই —- সদস্য।

৪। প্রশ্নের উত্তর দাওঃ
(ক) প্রথম খলিফা কে ছিলেন? তার সম্পর্কে দুইটি বাক্য লেখো।
(খ) আবু বকর (রা:) সম্পর্কে তিনটি বাক্য লেখো।
(গ) আবু বকর (রা:) এর পেশা কী ছিল? তিনটি বাক্যে লেখো।
৫। নিচের যে কোন পাঁচটি ক্রিয়াপদের চলিত রূপ লেখোঃ
চড়িবে, যাইতেন, বেড়াইতেন, করিব, জানিতেন, করিল, পারিতাম।
৬। যে কোনো পাঁচটি যুক্তবর্ণ ভেঙ্গে লেখো এবং প্রতিটি দিয়ে একটি করে বাক্য রচনা করোঃ
ত্ব, ল্ল, ষ্ট, জ্ঞ, ক্র, ঙ্গ, ক্ষ।
৭। নিচের অনুচ্ছেদটিপতে যথাস্থানে বিরামচিহ্ন বসিয়ে উত্তরপত্রে লেখোঃ
সম্রাটের দূত আরব দেশে এসে প্রথমে খোঁজাখুজি করেন খলিফা ভবন কোনো লোকই খলিফা ভবন দেখাতে পারেননি শেষে একজন বললেন কিছুক্ষন আগে দেখেছিলাম জেুর গাছের ছায়ায় খলিফা ঘুমাচ্ছেন
৮। নিচের যে কোন পাঁচটি বাক্র এককথায় প্রকাশ করোঃ
শাসন করেন যিনি, ক্ষুধায় কাতর যিনি, জনগণের প্রতি দরদ আছে যার, মহৎ কাজ করেন যিনি, যুদ্ধ করেন যিনি, সংকীর্ণতামুক্ত মনোভাব, সাহস আছে যার।
৯। প্রদত্ত সংকেতের আলোকে নিচের যে কোনো একটি বিষয়ে ২০০ শব্দের মধ্যে রচনা লেখোঃ
(ক) বর্ষাকাল (খ) পাহাড়পুর (গ) আমাদের বিদ্যালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Sabbir Hossain